ক্রীড়া

ভালো দলের দাবিতে ইমামি অফিসের সামনে বিক্ষোভ ইস্টবেঙ্গল সমর্থকদের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

ইস্টবেঙ্গল ও ইমামির বোর্ড মিটিংয়ের দিন ইমামির অফিসের সামনে বিক্ষোভ ইস্টবেঙ্গল সমর্থকদের। এ দিন সমর্থকরা স্লোগান দেন, “এটিকের মতো টিম তৈরি করে দিতে হবে, না হলে আইএসএল খেলছি না, খেলব না।” বাকিরাও তাতে গলা মেলান। দীর্ঘ সময় ধরেই এই স্লোগান চলতে থাকে। দুই প্রধান ছাড়া আইএসএলের সাফল্য ভাবাই যায় না। কিন্তু এটিকে মোহনবাগানের যা পারফরম্যান্স, আইএসএলে তার বিন্দুমাত্র দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। প্রতি মরসুমের আগেই ইনভেস্টর নিয়ে সমস্যা তৈরি হয়। ইনভেস্টর সমস্যা মিটলেও ততদিনে এতটাই দেরি হয়ে যায়, ভালো মানের ফুটবলাররা অন্য দলে সই করে নেন। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বুধবারই জানানো হয়েছিল, বাজেট বাড়ানো, ফুটবলারদের পারিশ্রমিক বাড়ানো নিয়ে ইনভেস্টরদের সঙ্গে আলোচনা করা হবে। আর্থিক বিনিয়োগ না বাড়ালে ভালো দল গড়া সম্ভব নয় এবং তাতে সাফল্যের প্রত্যাশাও বৃথা বলে জানিয়েছিল ইস্টবেঙ্গল। প্রসঙ্গত গত তিন বছরে আইএসএলে ব্যর্থ লাল হলুদ ব্রিগেড। বারবার কোচ বদলেও লাভ হয়নি। গত বুধবার ক্লাবের অনুষ্ঠানে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার ও রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও তুলে ধরেন ইস্টবেঙ্গলের কম টাকার দলের প্রসঙ্গ।