ক্রীড়া

সংবর্ধনা ইস্টবেঙ্গল , মহামেডানকেও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

পূর্ব ঘোষণা মত বাংলার তিন প্রধানকে সম্মান জানালো রাজ্য সরকার। এদিন তাঁদের বঙ্গ বিভূষণ সম্মান দেওয়া হয়। ইস্টবেঙ্গল ক্লাব থেকে উপস্থিত ছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার এবং সচিব কল্যাণ মজুমদার। লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার আগেই জানান,”যে কোনো দরকারে মুখ্যমন্ত্রীকে আমরা পাশে পাই। অতীতে সব সরকারই আমাদের সাহায্য করেছে কিন্তু এমন ভাবনা কেউ ভাবেনি।” ১৯২০ সালে ১ আগস্ট তৈরী হয় ইস্টবেঙ্গল ক্লাব। জাতীয় লিগ, আই এফ শিল্ড একাধিক ট্রফি জিতেছে লাল হলুদ ক্লাব। আর ২০০৩ সালের এশিয়ান জয় তো ভারতীয় ফুটবলের ইতিহাসের পাতায় খোদিত। ২০১৯ সালে শতবর্ষ অনুষ্ঠান ক্লাবে ধুমধাম করে হয়। গত দুই বছর করোনার জন্য বন্ধ ছিল সেই উৎসব, তবে ফের আগামী ১৩ আগস্ট বিখ্যাত গায়ক অরিজিৎ সিংকে এনে শতবর্ষ অনুষ্ঠান করবে ক্লাব। শতবর্ষ প্রাচীন ১৩২ বছরের মহামেডান ক্লাবের পক্ষ থেকে সচিব দানিশ ইকবাল এবং সভাপতি আমিরুদ্দিন ববি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার নিতে।

সাদা কালো সচিব দানিশ ইকবাল আগেই জানিয়েছিলেন,” দিদিকে অনেক ধন্যবাদ আমাদের সম্মান জানানোর জন্য। মহামেডান সমর্থকরা সারা বিশ্বে ছড়িয়ে আছে তাঁদের জন্য এটা একটা বিরাট পাওয়া।” প্রসঙ্গত মহামেডান ক্লাবের ইতিহাস বিশাল। একসময় ইস্টবেঙ্গল, মোহনবাগানকে তারা দলগঠন থেকে শুরু করে ট্রফি জেতায় টক্কর দিত। কিন্তু ধীরে ধীরে সাদা কালো ক্লাবের দাপট কমতে শুরু করে। কিন্তু গত দুই বছর ধরে মহামেডান কর্তারা নিজেদের পুরোনো ধ্যান ধারণা বিসর্জন দিয়ে নতুন করে কর্পোরেট আদলে ক্লাব নতুন করে তৈরী শুরু দিয়েছেন। নতুন করে সংস্কার হচ্ছে ক্লাবের গেট, তাঁবু,গ্যালারি,মাঠ, ড্রেসিং রুম, ক্যান্টিন। এরপরে ইনভেস্টর এসে তারাও বাকি দুই প্রধানের মত আইএসএলে নামার প্রস্তুতি নিচ্ছে । তারা গত আই লিগে রানার্স হওয়া ছাড়াও গত মরশুমে ৪০ বছর পরে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়।