এনএফবি,আলিপুরদুয়ারঃ
সাত সকালে লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত এলাকার মানুষ। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুর এলাকা থেকে দুটি হাতি ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিলডাঙ্গা মাঠ হয়ে দক্ষিণ খয়েরবাড়ি জঙ্গলে প্রবেশ করে।
জানাগেছে, শিলডাঙ্গা এলাকায় সকাল সাতটার সময় স্থানীয় বাসিন্দা উত্তম সরকার প্রথম হাতি দেখতে পায়। উত্তম সরকার জানায়, সকালে কচি -কাঁচাদের নিয়ে যখন শরীর চর্চা করছিল, তখন বিশালাকার দুটি বুনো হাতি কে তেড়ে আসতে দেখে সে সকলকে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। ওয়াকিবহাল মহলের ধারণা, এই সময় লোকালয়ে বিভিন্ন সবজি চাষ হয়েছে, সেই খাবারের লোভে লোকালয়ে এসে জঙ্গলে ফিরতে হয়তো সকাল হয়ে যায় হাতি দুটির । তবে সেরকম ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।