দুয়ারে সরকার পরিদর্শনে গিয়ে উপভোক্তার কাছ থেকে ‘চোর’ শুনে ক্ষিপ্ত বিধায়ক

এনএফবি,মুর্শিদাবাদঃ

সুযোগ সুবিধা না পাওয়ায় এলাকাবাসীর প্রকাশ্যে চোর সম্বোধনে ক্ষিপ্ত তৃণমূল বিধায়ক। বুধবার ঘটনাটি ঘটেছে বড়ঞা ব্লকের মান্দ্রা উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, এদিন দুয়ারে সরকারের শিবির পরিদর্শন করতে যান বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সেখানে গিয়ে গ্রামের এক বাসিন্দা কার্যত আঙ্গুল উঁচিয়ে সম্মুখেই তাকে চোর বলেন। এর ফলে বেকায়দায় পড়ে যান এবং একইসাথে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

সূর্য কর, উপভোক্তা। নিজস্ব চিত্র

ওই বাসিন্দার অভিমত, বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনের জন্য তিনি এসেছিলেন দুয়ারে সরকার শিবিরে। কিন্তু ঐ প্রকল্পের আবেদন এখন না হওয়ায় তাকে ফিরে যেতে হয়েছে। আর শিবির থেকে ঘুরে যাওয়ার পথেই বিধায়কের সম্মুখীন হয়ে তার নাম ধরে চোর বলে ওঠেন তিনি। তিনি আরো বলেন লাখ লাখ টাকা চুরি করে নিচ্ছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ আর পঞ্চায়েতে প্রধান। ফলে কোনো সুবিধা পাচ্ছেননা বাসিন্দারা। ক্ষোভে ফেটে পড়ে বিধায়ককে চিনতে না পেরে বিধায়কের নাম করে তাকে চোর বলায় সমস্ত কাজ আটকে যায়।

জীবন কৃষ্ণ সাহা, স্থানীয় বিধায়ক। নিজস্ব চিত্র

এই ঘটনায় তৃণমূল বিধায়ক নিজের নাম বাঁচাতে নেতৃত্বদের সামনে একের পর এক জবাবদিহি চাইতে শুরু করেন। যদিও ওই বাসিন্দা বিধায়ককে না চিনেই এই কথা বলেছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে।

YouTube player