জেলা

[:en]পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ২[:]

[:en]

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকে পাহাড়গুমিয়া চা বাগান সংলগ্ন পাথর হেরহরিয়া চেঙ্গা নদী চরে পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় দু’জনকে গ্রেফতার করল ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম আশিষ বাকলা (২৬), সঞ্জয় তির্কি (৩২)।

আশিষ পাথর হেরহেরিয়া এবং সঞ্জিব বরিয়াডাঙ্গির বাসিন্দা। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তে স্বার্থে আদালতে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অবৈধ বালি পাথরের বিরুদ্ধে পাথর হেরহরিয়া চেঙ্গা নদীতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির থানার পুলিশ। এরপরেই স্থানীয় ও পুলিশের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে উঠে। এবং পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়। আগুনে পুড়ে ছাই যায় পুলিশের গাড়িটি। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরেই গোটা ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে দুজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল ক্ষুব্ধ স্থানীয়রা

[:]