রেশনে কম সামগ্রী, সাসপেন্ড ডিলার
এনএফবি, মুর্শিদাবাদঃ
রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ তুলে রেশন ডিলারকে সাসপেন্ড করল কান্দি মহকুমা ফুড সাপ্লাই অফিসের আধিকারিকেরা।

শনিবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর এক নম্বর ব্লকের অন্তর্গত সন্তোষপুর গ্রামে পৌঁছয় কান্দি মহকুমা ফুড সাপ্লাই অফিসের আধিকারিকেরা এবং সেখানে পৌঁছে ঝিকরা ও সন্ধিপুর গ্রামের সামিউল ইসলাম নামের রেশন ডিলারকে সাসপেন্ড করে কান্দি মহকুমা ফুড সাপ্লাই অফিসের আধিকারিকেরা গ্রামবাসীদের রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।