আজও পূরণ হয়নি পরিশ্রুত পানীয় জলের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা
এনএফবি, মালদাঃ
জল না বিষ পান করছেন এলাকার মানুষ। এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা নেই। টিউবওয়েলের জল আয়রনে লাল। সেই আয়রন জলই ফিল্টার করে খেতে হচ্ছে এলাকার মানুষদের। বালির মধ্যে জল রাখা হচ্ছে। সেই জল ফিল্টার করে অন্য পাত্রে রেখে তারপর সেই জল পান করছে এলাকার মানুষ। তবে যে বালির মধ্যে জল ঢালা হচ্ছে সেই সাদা বালি লাল হয়ে যাচ্ছে।

দীর্ঘদিনের এই সমস্যার এখনও কোনও সুরাহা হয়নি। এমনই ছবি দেখা গেল কালিয়াচক-১ নং ব্লকের সিলামপুর গ্রাম পঞ্চায়েতের খালতীপুর-সহ আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে।

ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসক এমনকি পঞ্চায়েতকে বহুবার জানানো হলো আর্সেনিক মুক্ত পানীয় জলের কোন সুরাহা হয়নি। এলাকার মানুষের ক্ষোভ উগরে দিচ্ছেন।


নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।