রাজ্যলেটেস্ট

একুশের সকালে মুখ্যমন্ত্রীর দুয়ারে ‘ভুয়ো পুলিশ’

এনএফবি, কলকাতাঃ

একুশে জুলাইয়ের শহীদ দিবসে ধর্মতলামুখী রাজ্য। আর এ দিনই পুলিশের ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করে এক ব্যক্তি।

জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তার খাতিরে একটি গাড়িকে আটকায় পুলিশ। গাড়িটি মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা করছিল। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে পুলিশকর্মী হিসেবে পরিচয় দেন। পরিচয়পত্র দেখে মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকার নিরাপত্তার দায়িত্বে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। খুঁটিয়ে দেখতেই পরিস্কার হয় ভুয়ো পুলিশের পরিচয়ে ঢোকার চেষ্টা করছিল ওই ব্যক্তি। ধৃত অভিযুক্তকে গ্রেফতার করে কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে জেড ক্যাটাগরির নিরাপত্তা পেরিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকেন এক আগন্তুক। সকলের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির মধ্যেই ৭ ঘন্টা ছিলো সে। ধৃত সেই ব্যক্তির নাম হাফিজুল মোল্লা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তখন প্রশ্ন ওঠে। ঘটনার পরে আঁটোসাটো করা নিরাপত্তা বলয়, তদন্তে গড়া হয় সিট( SIT)।