এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
নদীতে জল নেই। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের রিভার পাম্প থেকে জলও উঠছে না। চরম সমস্যায় প্রায় একশো একর জমির কৃষকরা। গত ২-৩ মাস ধরেই সমস্যায় পড়েছেন কৃষকরা। এই পরিস্থিতিতে রিভার পাম্পের বিকল্প কোনো ব্যবস্থা ছাড়া আলু ও সবজি যে মাঠেই শুকিয়ে যেতে বসেছে বলে দাবি কৃষকদের।
ঘটনাটি শালবনী ব্লকের ১০ নং কর্ণগড় অঞ্চলের গোবরু এলাকার। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, নদীতে জল না থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় সেই সমস্যা বেড়েছে। তাই, স্যালো বা মিনি পাম্প থেকে জল নিয়ে কৃষকদের কাজ চালাতে হচ্ছে।
প্রসঙ্গত, নদী পার্শ্ববর্তী এই এলাকায় চাষের জমি বেশ উর্বর। কিন্তু, নদীতে জল শুকিয়ে গেছে তাই, সেচের জলের অভাবে প্রায় ১০০ একর জমির আলু, পেঁয়াজ, বাদাম, তিল থেকে বোরো ধান (গ্রীষ্মকালীন ধান) প্রভৃতি ফসল শুকিয়ে যেতে বসেছে।
প্রবীর সোম নামে এক কৃষক জানালেন, “সেই পৌষ সংক্রান্তির আগে থেকে জল নেই। কোনরকমে সরিষা চাষটা করেছিলাম।।তারপর থেকে চরম সমস্যায় পড়েছি। ৩ একর জমিতে আলু চাষ করেছি। অনেক দূর থেকে মোটা টাকার বিনিময়ে পাইপে করে স্যালোর জল নিয়ে এসে আলু বাঁচানোর চেষ্টা করছি। বিষয়টির দিকে প্রশাসন একটু নজর দিলে ভালো হয়।”
যদিও, এই মুহূর্তে প্রশাসনও তাকিয়ে প্রকৃতির দিকে! বিকল্প কোনো ব্যবস্থা যে এখনই করা সম্ভব নয়, পরোক্ষে তা স্বীকার করছেন তাঁরা।