দ্রুততম অর্ধশতরানের কৃতিত্ব রাহানের
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
চলতি আইপিএলের দ্রুততম অর্ধশতরান এল অজিঙ্ক রাহানের ব্যাট থেকে। এদিনই চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে অভিষেক হল জিঙ্কসের। তাও ঘরের মাঠ ওয়াংখেড়েতে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫০ পূর্ণ করলেন মাত্র ১৯ বলে।
আইপিএলের মঞ্চে খুব কম ক্ষেত্রেই বিস্ফোরক ব্যাটারের ভূমিকায় দেখা গিয়েছে রাহানেকে। খারাপ ফর্মের জেরে দীর্ঘদিন টেস্ট দলের বাইরে রয়েছেন। এবারও নিলামে তাঁকে নিতে সেভাবে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। ব্যতিক্রম ধোনি। কিন্তু হলুদ জার্সিতে নিজের প্রথম ম্যাচেই এমএসডি-র আস্থার মর্যাদা দিলেন জিঙ্কস।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।