আইএনআইএফডি সল্টলেক পরিদর্শনে ফেমিনা মিস ইন্ডিয়া দিয়া পালিত

এনএফবি,ওয়েবডেস্কঃ

আইএনআইএফডি সল্টলেকের পড়ুয়াদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলেন ফেমিনা মিস ইন্ডিয়া আসাম ২০২২ দিয়া পালিত ৷

সুন্দরী,তন্বী,স্বপ্রতিভ দিয়া পালিত কলকাতার আইএনআইএফডি সল্টলেক শাখার সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে ওখানকার পড়ুয়াদের সৃজনশীল প্রতিভার সুখ্যাতি করেছে ৷নতুন নতুন নক্সা তৈরীর মাধ্যমে এই ফ্যাশন ডিজাইনিং দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠা করার বিষয়েও দিয়া আলোকপাত করেছে ৷

আইএনআইএফডি

আইএনআইএফডি বিগত দুই দশক ধরে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার সঙ্গে সংযুক্ত ৷ দিয়ার মতে আইএনআইএফডি হল একমাত্র প্রতিষ্ঠান যারা পড়ুয়াদের সৃষ্টিশীলতা নিউইয়র্ক ফ্যাশন উইকে বিগত পাঁচ বছর এবং লন্ডন ফ্যাশন উইকে বিগত সাত বছর ধরে প্রোমোট করে আসছে ৷শুধু তাই নয় পড়ুয়াদের তৈরি করা ডিজাইন ল্যাকমে ফ্যাশন উইকেও নজর কেড়েছে ৷

সবশেষে আইএনআইএফডির পড়ুয়ারা তাদের সৃজনশীল সৃষ্টিশীলতার মাধ্যমে যে ভারতের ফ্যাশন জগতকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করছে সদ্য বিজয়ী ভারতসুন্দরীর কথায় তা একেবারেই সুস্পষ্ট ৷

আরও পড়ুনঃ নিজের প্রিয় জায়গাকে সাজানোর প্রচেষ্টা INIFD সল্টলেকের ইনফুসিও ২০২২ এর মাধ্যমে – NF Bangla Private Limited (newsfrontbangla.com)