বংশীহারীতে গুলিবিদ্ধ ফিনান্স কর্মী

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাঞ্জারীপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয় এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম ফায়জুর রহমান। তিনি একটা ফিনান্স কোম্পানির কর্মী। গুলিতে জখম যুবকের পরিবারের দাবি, বুধবার রাত্রে ফায়জুরের বাড়ি ফেরার সময় দুই অপরিচিত যুবক বাইক নিয়ে ৫১২ নং জাতীয় সড়কের পাশে পাঞ্জেরীপাড়া এলাকায় তার ওপর চড়াও হয়। ফায়জুরের পেটে গুলি করে চম্পট দেয় ওই দুই যুবক। এরপরই গুলিবিদ্ধ জখম যুবককে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে অতিসংকটজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই যুবক। পুরোনো কোনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ! কি কারণে ওই যুবককে গুলি করা হলো, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও যুবকের পরিবারের দাবি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ওই যুবককে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই, ঘটনায় এলাকাজুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকায় এইভাবে গুলি চলার ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে সরস্বতী পুজোর আগে বাজার স্যানিটাইজেশন