মহানগর

পুননির্মাণের লক্ষ্যে বিদ্যাসাগর মার্কেট পরিদর্শনে ফিরহাদ

এনএফবি, কলকাতাঃ

এন্টালির বিদ্যাসাগর মার্কেটের অবস্থা খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম। ৯০ সাল থেকে অযত্নে কোন রক্ষণাবেক্ষণ ছাড়া পড়ে থাকার ফলে বিল্ডিংটি এই মুহূর্তে একপ্রকার বিপজ্জনক হয়ে পড়েছে। দীর্ঘদিন হকারদের দ্বারা অবৈধভাবে জবরদখল করে থাকার জন্য নতুনভাবে সংস্কারের ভাবনা চিন্তাও করা যাচ্ছিল না। বর্তমান মেয়রের উদ্যোগে এই মার্কেটটিকে জবরদখল মুক্ত করা হয়েছে। অতি দ্রুত এই পুরাতন বিপদজনক বিল্ডিংটি ভেঙে ফেলে আধুনিক মানের নতুন বিল্ডিং গড়ে তোলা হবে বলে জানালেন ফিরহাদ।

আগামী দিনে আধুনিক পার্কিং-সহ এই বিদ্যাসাগর ভবনের নির্মাণকার্য শুরু করা হবে। এমনভাবে বিল্ডিংটি গড়ে তোলা হবে যাতে ওনারশিপ কমার্শিয়াল অফিস বা দোকানের পাশাপাশি কলকাতা পুরসভার কিছু দপ্তরের কাজও যাতে এখানে করা যায়। সে ব্যবস্থাও রাখা হবে বলেও জানালেন মেয়র।