এনএফবি, নিউজ ডেস্কঃ
হাওড়া বাদ দিয়ে বাকি চার পুরনিগমের ভোট ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। এই ঘোষণার ফলে আজ থেকেই শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর ও আসানসোল পুর এলাকায় লাগু হল আদর্শ আচরণবিধি।
জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারির নির্বাচন প্রতিটি বুথেই সিসিটিভি নজরদারিতে ভোট হবে। ২৫ জানুয়ারি ভোট গণনা হবে। ভোটের নিরাপত্তা নিয়ে বৈঠক হবে ৪ জানুয়ারি। পুরসভা ভোট ঘোষণার প্রতিবাদে বৈঠকের মাঝপথে ওয়াকআউট করেন বিরোধীরা।