এনএফবি, নিউজ ডেস্কঃ
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৩১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ১৪১ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৭৫ হাজার ৮৪১ জন। দেশে করোনা নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছে মোট ৫৭৮ জন।গতকাল পর্যন্ত দেশে মোট ১৪১.৭০ জনের টিকাকরণ হয়েছে।
COVID19 | India reports 6,531 new cases and 7,141 recoveries reported in the last 24 hours. Active caseload currently stands at 75,841. Recovery Rate currently at 98.40%
— ANI (@ANI) December 27, 2021
Omicron case tally stands to 578. pic.twitter.com/Am7MvokCm9