ক্রীড়া

প্রয়াত ফুটবলার চন্দন বন্দ্যোপাধ্যায়

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

প্রয়াত প্রখ্যাত ফুটবল খেলোয়াড়, ইস্টবেঙ্গল ক্লাবের ১৯৬৬ সালের অধিনায়ক চন্দন কুমার ব্যানার্জি। বৃহস্পতিবার রাত ৩টা৩০ মিনিট নাগাদ তাঁর ম্যাসিভ কার্ডিয়াক এরেস্ট হয়। সেই ধাক্কা উনি সামলাতে পারেন নি। মৃত্যু কালে তাঁর বয়েস হয়েছিলো ৮৮ বছর। তিনি ছিলেন ইস্টবেঙ্গল অন্তপ্রাণ। ইস্টবেঙ্গল ক্লাবের কথা উঠলেই, সবসময়ই বলতেন, “আমার ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলের আমি।”
ইস্টবেঙ্গল ছাড়াও ক্যালকাটা কাস্টমসে চাকরি করতেন। সেখানকার কর্তাও হন।

১৯৬৬ সালে ইস্টবেঙ্গলে সই করে ক্লাবকে লিগ আইএফএ শিল্ড জেতান। তার ক্যাপ্টেন্সিতেই মহম্মদ হাবিব ইস্টবেঙ্গলে প্রথমবার খেলেন।২০১৫ সালে ইস্টবেঙ্গল তাকে বিশেষ সম্মান দেয়।