যাত্রী সুরক্ষায় অত্যাধুনিক রেক সিকিম-মহানন্দা এক্সপ্রেসে

এনএফবি, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ার জংশন থেকে নয়া দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেসে অত্যাধুনিক প্রযুক্তির এলএইচবি রেক চালু করলো উত্তর-পূর্ব সীমান্ত রেল।

দীর্ঘদিন ধরে ওই দূরপাল্লার গুরুত্বপূর্ণ দৈনিক ট্রেনটি মান্ধাতা আমলের আইসিএফ রেক নিয়ে চলাচল করতো।ফলে অনেকদিন ধরেই যাত্রী সুরক্ষার প্রশ্নে ট্রেনটিতে এলএইচবি কোচ চালু করার দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার সকালে ওই নতুন রেকের যাত্রারম্ভে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি সাংসদ, বিধায়ক ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। রেলের আশ্বাস দ্রুত উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রতিটি ট্রেনে জোড়া হবে এলএইচবি রেক। ফলে যাত্রী সুরক্ষার বিষয়টি অনেক বেশি সুনিশ্চিত হবে।

আরও পড়ুনঃ হেডফোন কানে লাইন পারাপার, মৃত্যু পড়ুয়ার