জেলা

[:en]উন্নয়ন কমিটি গঠন না হলে তৃণমূলকে ভোট নয়- ঘোষণা নস্যশেখ উন্নয়ন পর্ষদের[:]

[:en]

এনএফবি, কোচবিহারঃ

অবিলম্বে পূর্ণাঙ্গ নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন ও তাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবিতে আন্দোলনে নামল নস্যশেখ উন্নয়ন পরিষদ। সংগঠনের তরফে এদিন এবিষয়ে কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয়।

এদিন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনুল হক পরিষ্কার জানিয়ে দেন, রাজ্য সরকার শুধু ভোটের জন্য তাঁদেরকে ব্যবহার করবে এটা হবে না। পঞ্চায়েত নির্বাচনের আগে যদি পূর্ণাঙ্গ নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন করে তাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা না হয় তাহলে তাঁদের ভোট রাজ্য সরকারের বাক্সে পড়বে না। প্রয়োজনে তাঁরা অন্য দলকে সমর্থন করতে পারে কিংবা নিজেরাও প্রার্থী দিতে পারে বলে জানিয়েছেন তিনি। আর পঞ্চায়েত নির্বাচনের আগে নস্যশেখ উন্নয়ন পরিষদের এ ধরনের ঘোষণার কথা জানাজানি হতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

[:]