এনএফবি, কলকাতাঃ
পুজোর আগে শহরে নতুন চমক। বেকবাগানে বেনেলি কিওয়ে ইণ্ডিয়া তাদের নতুন আউটলেটের উদ্বোধন করলো। এই আউটলেটটি অত্যাধুনিক স্টেট অফ দ্যা আর্ট ফেসিলিটি যুক্ত। এখানি থেকে বাইক প্রদর্শনী, বিক্রি এবং সার্ভিসিং-এর সুবিধা পাবেন গ্রাহকেরা।
৯ অক্টোবর অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আউটলেটের ডিলার প্রিন্সিপাল গৌরব বাজাজ বেনেলির সুপার বাইক রেঞ্জের পাশাপাশি, সম্প্রতি লঞ্চ হওয়া হাঙ্গেরিয়ান মার্ক কিওয়ের পণ্যগুলিকেও প্রদর্শন করেন। একইসঙ্গে এ দিনের অনুষ্ঠানে বেনেলি কিওয়ে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিকাশ বাজাজ জানান, ‘আমরা ভারত জুড়ে আমাদের ডিলারশিপ নেটওয়ার্ক বিস্তৃত করছি।’ সেইসঙ্গে বিকাশ জানান, তারা গ্রীণ হুইলসের সঙ্গে যৌথ অংশীদারিত্বে কাজ করতে পেরে আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, এই আউটলেটের মাধ্যমে তাঁরা গ্রাহকদের সর্বোন্নত মানের পরিষেবা দিতে সক্ষম হবেন।