এনএফবি, বিনোদন ডেস্কঃ
নিজের পরিচালনায় এবার অভিনয় করতে চলছেন পরিচালক বাপ্পা। প্রায় পাঁচ বছর পর অভিনেতা হিসাবে মঞ্চে ফিরছেন তিনি, তাও আবার নিজেরই পরিচালনায়। আগামী ২৯ অক্টোবর শিশির মঞ্চে মঞ্চস্থ হতে চলছে নাটক ‘নাজিয়া’। সেই শোতে একটি ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই পরিচালক বাপ্পা নিউজ ফ্রন্ট বাংলাকে বলেন, “ নাজিয়ার একটিমাত্র শো হতে চলেছে কলকাতায়। নাটকে প্রধান নেতিবাচক প্রোটাগনিস্টের একটি চরিত্র রয়েছে, যার নাম অর্ক। সেই চরিত্রে দেখা যাবে আমাকে।“ একইসঙ্গে বাপ্পা এও জানান যে, এই একটিমাত্র শোতেই মঞ্চে দেখা যাবে তাঁকে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন,” যেহেতু আমি পরিচালনা করি, তাই তার সঙ্গে অভিনয় করাটা একটা বড় চ্যালেঞ্জ। নাটকে এই রকম পরিবর্তন মাঝে মধ্যে করা হয়ে থাকে। সেই জায়গা থেকে আমার এই অভিনয়টা করা। অবশ্য দর্শকদের রেসপন্স ভালো পেলে আগামীদিনে আরও অভিনয় করতে পারি।“
পরিচালক হয়ে মঞ্চে অভিনেতা হিসাবে নিজেকে পরিচালনা করা কতটা কঠিন?- প্রশ্নের জবাবে বাপ্পা বলেন, “ ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই কঠিন কাজ। নিজেকে ডিরেক্ট করাটা খুব কঠিন হয় সেক্ষেত্রে। সামগ্রিক বিষয়টা দেখা যায় না সেক্ষেত্রে। নিজের প্রতি অনেকটা মনোযোগী হতে হয়। নিজের অভিনেতা সত্ত্বা অনেক বেশি জাগ্রত হয়। সেই জায়গা থেকে অভিনেতা হিসাবে আমার একটা সবার্থপরতা কাজ করে তখন। তাই সব কিছু সচেতন ভাবেই সাজাতে হয়।“
প্রসঙ্গত উল্লেখ্য, সিমলা এবং পজেটিভ নাট্য দলের একটি এক্সপেরিমেন্টাল প্রোডাকশন ‘নাজিয়া’। যৌনকর্মীদের রোজনামচা এই নাটকের বিষয়বস্তু। এখানে চরিত্রগুলিতে মাঝে মধ্যেই পরিবর্তন আনা হয়। তাছাড়া নাটকটির কোনও স্ক্রিপ্ট নেই। পুরোটাই ইম্প্রোভাইজ ফর্মে করা। ইতিমধ্যে গিরিশমঞ্চ এবং মিনার্ভা থিয়েটারে হাউসফুল হয়েছে। বহরমপুরেও নাটকের শো মঞ্চস্থ হয়েছে। পরিচালকের আশা শিশিরমঞ্চে নাজিয়া দর্শকের মন জয় করে নেবে।