এনএফবি, কলকাতাঃ
এক সময় রাজভবন নবান্ন দ্বৈরথ রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। রাজ্যপাল হিসাবে সি ভি আনন্দ বোস শপথ গ্রহণের পর থেকে সেই ট্রাডিশনের অবসান ঘটতে চলছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালকে বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’জনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়।
রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বড়দিনও ইংরেজি নতুন বছরের আগে রাজ্যপালকে শুভেচ্ছা জানাতেই তিনি এসেছিলেন।
নতুন রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর কথা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
এর আগে বিধানসভায় পাশ হওয়া বিভিন্ন বিল রাজভবনে আটকে থাকার মত ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল অত্যন্ত ভদ্র মানুষ। এধরণের আর কোনও সমস্যা থাকবে না বলে তিনি আশা করেন।