এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
হল না। পরপর ২ বার আইপিএল ট্রফি তুলতে ব্যর্থ গুজরাট টাইটন্স। ৫ উইকেটে জিতে নিজেদের পঞ্চম আইপিএল ট্রফি তুলল চেন্নাই সুপার কিংস। গোটা আইপিএল যেখানেই ধোনি খেলেছেন মাহির মায়াবি আলোয় সেটা আলোকিত হয়েছে। আহমেদাবাদের ফাইনালেও সেটাই হল। গুজরাটের মাঠে তাঁদের নয় চেন্নাইকেই মাঠের বেশিভাগ সমর্থন করলো। এদিন গুজরাট শিবির থেকে শুভেচ্ছা জানালো ধোনি তথা চেন্নাইকে। গুজরাট টাইটন্স টুইট করে, ভালা থালা, খেলতে নামার আগে থেকেই আমরা জানি আজকে আমরা শুধুমাত্র তোমার ক্ষুরধার বুদ্ধির বিরুদ্ধে নামিনি। আজকের এই রূপকথার ফাইনালে মাঠে হলুদ সমুদ্র দেখেও আমরা কিছুটা হতাশ হয়েছি। আমাদের ভিতরে থাকা শিশুও তোমার ট্রফি তোলার মুহূর্তের সাক্ষী থাকতে পেরে অনেক খুশি হয়েছে।’প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গুজরাট। বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা নষ্ট হওয়ায় ১৫ ওভারে চেন্নাইয়ের টার্গেট দাঁড়ায় ১৭১। শেষ ওভারে ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। দলকে জিতিয়ে ফেরেন রবীন্দ্র জাদেজা।