স্বাস্থ্য

স্বাস্থ্য পরীক্ষা শিবির

এনএফবি, উত্তর ২৪ পরগণাঃ

তৃতীয় বারের জন্য রবিবার স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির পরিচালনা করল উত্তর ২৪ পরগনার নিমতা বাজার এলাকার ‘বাবা লোকনাথ মন্দির চ্যারিটেবল ট্রাস্ট’।

বাবা লোকনাথ চ্যারিটেবল ট্রাস্ট এবং এসআরএমবি-র সহযোগিতা নিয়ে আজ মন্দিরে হয়ে গেল চিকিৎসা পরিষেবা শিবির।

বাবা লোকনাথ মন্দির চ্যারিটেবল ট্রাস্ট-এর কর্ণধার তথা অধ্যক্ষ নন্দদুলাল সরকার আজ সংবাদমাধ্যমকে জানান, “১৯৯৮ সালে এই মন্দিরের শুভারম্ভ হয়, তারপর বিভিন্ন সময় নানান সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছে আমাদের সংস্থা। আজ স্বাস্থ্য শিবিরের মাধ্যমে এলাকার আবালবৃদ্ধবনিতা সাধারণ স্বাস্থ্য, চক্ষু, বক্ষরোগ সহ স্বাস্থ্য পরিষেবার অধীন বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন।”

বাবা লোকনাথ মন্দির চ্যারিটেবল ট্রাস্ট-এর অন্যতম কর্ত্রী ইলা সরকার ও মুক্তা মাইতি একযোগে জানিয়েছেন, “জনগণের সহায়তা পেলে আগামীদিনে এই সংস্থা আরো ভালোভাবে জনগণের সেবায় নিয়োজিত হতে পারবে।”