বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, গ্রেফতার ৪
এনএফবি, মুর্শিদাবাদঃ
বিপুল পরিমাণ হেরোইন-সহ চার যুবককে গ্রেপ্তার করলো এসটিএফ এবং রাজ্য পুলিশ। রবিবার রাতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার ডাকবাংলা মোড় সংলগ্ন একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাবিজুল হাসান, তওবর শেখ, শেখ মতিবুর রহমান এবং সাহেব শেখ। ধৃত বছর ছাব্বিশের রাজিবুল অসমের বাসিন্দা। তওবর সামসেরগঞ্জের এবং মতিবুর, সাহেব মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা। ধৃতদের কাছে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে এসটিএফ এবং পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা বলেই জানিয়েছে পুলিশ।
সোমবারই ধৃত চার যুবককে আদালতে পাঠানো হয়। হেরোইন কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।