আমি অরূপকে বললাম এটিকে ফেটিকে শুনতে ভালো লাগে না, তাড়াতাড়ি সরিয়ে দাওঃ মুখ্যমন্ত্রী

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

মমতা ম্যাজিক বজায় রইলো মোহনবাগান ক্লাবে। সোমবার আইএসএল ট্রফি জয়ের সংবর্ধনা দিতে গঙ্গাপাড়ের ক্লাবে আসেন মমতা। সঙ্গে ঘোষণা করে দিলেন যে ৫০ লাখ টাকা ফের আইএসএল জেতার জন্য দেবেন, সমর্থকদের মিষ্টি খাওয়া এবং ক্লাবের উন্নয়নের জন্য।

এ দিন মমতা আরও জানান, ক্লাবটা কিন্তু মোহনবাগান এটিকে মোহনবাগান না। আমি অরূপকে বললাম এটিকে ফেটিকে শুনতে ভালো লাগে না তাড়াতাড়ি সরিয়ে দাও। আমি স্বপ্নে দেখেছিলাম যে আইএসএল জিতছে মোহনবাগান। অরূপ টেনশন করে যেতে ভয় পাচ্ছিল আমি জোড় করে পাঠাই।’

এছাড়া মমতা জানান, আমার কাছে সব ক্লাবই সমান।ইস্টবেঙ্গল ক্লাব এবার ভালো পারফরম্যান্স করেনি ওদের কোনো দোষ নেই আসলে ওদের দল গঠন অনেক দেরিতে হয়।

এছাড়া মমতা জানান, মোহনবাগান কেন ব্রাজিলের বিরুদ্ধে খেলবে না পোল্যান্ড দলের বিরুদ্ধে খেলবে না। তিনটে ক্লাবই তো বাংলার গর্ব। এদিন মোহনবাগান দলকে মিষ্টির হাঁড়ি দিয়ে সংবর্ধনা দিলেন মমতা। অনুষ্ঠানে ফুটবলার কোচেরা ছাড়াও বাগান সচিব দেবাশিস দত্ত সভাপতি টুটু বসু-সহ বাকি কর্তারা উপস্থিত ছিলেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।