অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
প্রথম ম্যাচ জিতে জয় দিয়ে কলকাতা লিগের প্রথম ডিভিশনের অভিযান শুরু করলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে আটকে গেল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। দমদমে অমল দত্ত স্টেডিয়ামে ম্যাচে অনুশীলনীর বিরুদ্ধে গোল শুন্য ড্র করলো ডায়মন্ড হারবার। ছন্নছাড়া ফুটবল উপহার দেয় দল। হারতেও পারতো। অথচ প্রচারের রাস্তায় রাস্তায় ক্লাবের ট্যাবলো, ক্লাবের পরিকাঠামো – সব কিছুই উন্নত করেছেন অভিষেক । তার দলের ম্যাাচ থাকলেই মাঠে হাজির থাকছে কয়েক হাজার দর্শকও। ময়দানের ক্রীড়া মহল ধরেই নিয়েছে প্রথম ডিভিশনে চ্যাাম্পিয়ন হওয়ার দৌড়ে ডায়মন্ডহারবার। অথচ অনুশীলনী দলের না আছে টাকা, না আছে লোকবল। কোনো রকমে দল করেছে। যদিও অতীতে এই অনুশীলনী ক্লাবে অতীতে খেলছেন সুধীর কর্মকারের মত ফুটবলার । এদিন হৃজিৎ চ্যাটার্জি, দেবাশিস সর্দার, ইমরান মন্ডল, সেখ কুতুবুদ্দিন, দীপঙ্কর প্রামাণিকরা যে ফুটবলটা খেললেন তা প্রশংসনীয়। প্রথমার্ধের শুরুটা রক্ষনাত্মক ফুটবল খেলার পর প্রতি আক্রমণে উঠে গিয়েছেন অনুশীলনীর ইমরান, কুতুবুদ্দিনরা। পরে ডায়মন্ডহারবার গোলের সুযোগ তৈরি করেছে। কিন্তু পুরো ম্যাচে চার-চারটি গোলের সুযোগ তৈরি করেছিল অনুশীলনী। দ্বিতীয়ার্ধে একাধিক পাস খেলেছেন। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে অনুশীলনীর আজ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার কথা। ফুটবল দেবতা আজ অনুশীলনীর পক্ষ্যে সহায় ছিল না। ম্যাচে আটকে গিয়ে হতাশ স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। যদিও এই দল মাঠে নামার আগে বিতর্ক সৃষ্টি হয়। সহকারী কোচ কৃষ্ণেন্দু রায় ক্লাব কর্তাদের সঙ্গে মনোমালিন্যর জন্য ক্লাব ছাড়েন। যদিও রবিবার লিগের অধিকাংশ ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। এদিকে আইএফএ’র এবারের উদ্দ্যোগ “সায়েন্টিফিক স্কাউটিং” এদিন আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশন ‘এ’থেকে পঞ্চম ডিভিশন ‘বি’ পর্যন্ত সমস্ত দলের কোচদের নিয়ে দফায় দফায় বৈঠক হয় এবং নতুন উপায়ে আইএফএ কিছু স্কাউটিং করার প্রচেষ্টা চালাচ্ছে। এই অভিনব উদ্দ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সকলেই এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ক্লাবের কোচেরা।