ক্রীড়া

হলো বিরাট রেকর্ড-ম্যাচও জিতলো ভারত

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

অনবদ্য শতরান বিরাট কোহলির (৮৭ বলে ১১৩)। চোট সারিয়ে স্বমেজাজে রোহিত শর্মা (৬৭ বলে ৮৩)। ঝকঝকে ইনিংস শুভমান গিলের (৬০ বলে ৭০)। তিনজনের মিলিত প্রয়াসে সিরিজের জন্য একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানে হারাল টিম ইন্ডিয়া। কাজে লাগল না দাসুন শানাকার (৮৮ বলে ১০৮ অপরাজিত) লড়াকু শতরান।
ওপেনিং জুটিতে ১৯.৪ ওভারে ১৪৩ রান তুলে নেন রোহিত ও শুভমান। এরপর রান তোলার মুখ্য দায়িত্ব নিজের কাঁধে তুলে নেনে বিরাট। একদিনের ম্যাচে পূর্ণ করেন ৪৫তম শতরান। বিরাটকে মিডল অর্ডারে কিছুটা সহায়তা করেছেন কে এল রাহুল (২৯ বলে ৩৯) ও শ্রেয়স আইয়ার (২৪ বলে ২৮)।

শ্রীলঙ্কার প্রথম সারির ব্যাটারদের মধ্যে পাথুম নিসাঙ্কা (৮০ বলে ৭২) ছাড়া কেউই বড় রান পাননি। ২০৬ রানে আট উইকেট হারিয়ে বড় হারের মুখে ছিল শ্রীলঙ্কা। কিন্তু নবম উইকেটে ৭৩ বলে ১০০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ৩০৬/৮-এর সম্মানজনক স্কোরে পৌঁছে দেন শানাকা ও কাসুন রাজিতা।