ক্রীড়া

সূর্যর ব্যাটে কিউই বধ ভারতের

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

সূর্যকুমার যাদবের চোখ ধাঁধানো শতরানের সুবাদে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারাল টিম ইন্ডিয়া! কাজে লাগল না টিম সাউদির হ্যাটট্রিক।

মাউন্ট মঙ্গানুইয়ের বৃষ্টিভেজা পরিবেশে হার্দিক পাণ্ড্যদের আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেন করতে নেমে ১৩ বলে ছয় রান করে ফিরে যান ঋষভ পন্থ। অন্য ওপেনার ঈশান কিষাণের সংগ্রহ ৩১ বলে ৩৬। শ্রেয়স আইয়ার (৯ বলে ১৩) হিট উইকেট হয়ে আউট হন। ব্যর্থ হার্দিকও (১৩ বলে ১৩)। কিন্তু পুরো ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন সূর্যকুমার। ৪৯ বলে পূর্ণ করেন টি-২০ আন্তর্জাতিকে নিজের দ্বিতীয় শতরান। শেষপর্যন্ত ৫১ বলে ১১১ রান (১১ টি বাউন্ডারি, সাতটি ছক্কা) করে অপরাজিত থাকেন ‘স্কাই’। তবে সাউ দি ইনিংসের শেষ ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে হার্দিক, দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে দেওয়ায় শেষ ওভারে আর স্ট্রাইকই পাননি সূর্য। ২০ ওভার শেষে ছ’উইকেটে ১৯১ রান তোলে ভারত।

কিউই ইনিংসের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে (০) ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। ডেভন কনওয়ে (২২ বলে ২৫) ওয়াশিংটনের শিকার। গ্লেন ফিলিপস (৬ বলে ১২), ড্যারিল মিচেলরাও (১১ বলে ১০) বড় রান পাননি। হুডা (৪/১০), মহম্মদ সিরাজ (২/২৪), যুজবেন্দ্র চাহলের (২/২৬) দাপটে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। যার মধ্যে ৫২ বলে ৬১ রান এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকে।