অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ
ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা , সেখানে থেকে দলকে তুলে ধরলেন শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাদেজা। কানপুরে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদিন জোরে বোলার কাইল জামিসনের কাছে শুয়ে যায় ভারত। প্রথমে হারায় ময়াঙ্ক আগরওয়ালের উইকেট। ২৮ বলে দুটি চারের সাহায্যে ১৩ রান করে কাইল জেমিসনের বলে তিনি কট বিহাইন্ড হন। লাঞ্চের পর প্রথম ওভারের শেষ বলে শুভমান গিলকে বোল্ড করেন জেমিসন। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৯৩ বলে ৫২ রান করেন গিল। দু’ ঘণ্টার উপর ক্রিজে থেকে ৮৮ বল খেলে ২৬ রানে টিম সাউদির ওভারে কট বিহাইন্ড হন চেতেশ্বর পূজারা। তাঁর ইনিংসে ছিল দুটি চার। অজিঙ্ক রাহানে ৬৩ বলে ৩৫ রান করার পর কাট শট মারতে গেলে বল তাঁর ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। রাহানে জেমিসনের তৃতীয় শিকার। অভিষেক টেস্টে শতরানের দিকে এগোচ্ছেন শ্রেয়স আইয়ার, দরকার আরও ২৫। রবীন্দ্র জাদেজা এদিন কেরিয়ারের ১৭তম অর্ধশতরান পূর্ণ করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে প্রথম টেস্টে ৫৬ রান করার পর এদিন ফের টেস্ট হাফ সেঞ্চুরি পেলেন জাদেজা। এদিন গ্রীনপার্কে পাকিস্তান বিরোধী স্লোগান শোনা যায় দর্শকদের থেকে।