এনএফবি, কলকাতাঃ
আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনের সময়ের পরিবর্তন হলো। বিকেল সাড়ে চারটের পরিবর্তে এবার দুপুর ২টার সময় ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হবে। ৩০ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুরে সল্টলেকে মেলা প্রাঙ্গন পরিদর্শন করতে এসে এমনটাই জানালেন গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ বিধাননগর পুলিশ আধিকারিকরা।
৪৬তম কলকাতা বইমেলা শুরু হতে চলেছে আগামী ৩০ জানুয়ারি। এবার থিম কান্ট্রি স্পেন। কলকাতা বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে সল্টলেক বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করলেন গিল্ডে প্রতিনিধি দল এবং বিধাননগর পুলিশ কর্তারা।