ক্রীড়াফিচারলেটেস্ট

আইপিএল২০২২ঃ প্রকাশিত চুড়ান্ত তালিকা, দেখে নিন কোন দল ধরে রাখল কাকে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

২০২২ আইপিএলে নতুন দুই দল আসছে আহমেদাবাদ ও লখনউ। নিলামের আগে বাকি আট দল নিজেদের প্লেয়ারদের রোটেট করে নিল। সর্বোচ্চ চার জন ক্রিকেটারকে রাখতে পারতো। সেই হিসেবে কে কাদের রাখল দেখে নিন।

১২ কোটি টাকায় কিং খানের দল ধরে রাখল আন্দ্রে রাসেলকে। গত দুটি মরশুম ধরে চোটেই ভুগেছেন ক্যারিবিয়ান অল রাউন্ডার রাসেল। ফর্মও তেমন আহামরি নয়। তবুও তাকে বারো কোটিতে রাখল কেকেআর। দ্বিতীয় পছন্দ মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে ৮ কোটিতে রাখা হল। ৮ কোটিতেই থাকলেন গত আইপিএলে চমক দেখানো ভেঙ্কটেশ আইয়ার। আর ৬ কোটিতে থেকে গেলেন ক্যারিবিয়ান সুনীল নারিন।

মুম্বই ইন্ডিয়ান্স ১৬ কোটি টাকায় অধিনায়ক রোহিত শর্মাকে ধরে রাখার পাশাপাশি ১২ কোটিতে জসপ্রীত বুমরাকে ধরে রাখল। তৃতীয় পছন্দ সূর্যকুমার যাদব, দাম ৮ কোটি। ৬ কোটি টাকায় বর্ষিয়ান পোলার্ডকে রেখে দিল।

পাঞ্জাব কিংসের প্রথমে কাউকে না রাখার সিদ্ধান্ত ছিল তবে ১২কোটিতে থাকলেন মায়াঙ্ক আগরওয়াল। ৪ কোটিতে তরুণ পেসার অর্শদীপ সিং।

বড় চমক দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।অনেকে ভেবেছিলেন, আফগানিস্তান স্পিনার রাশিদ খানকে দলে রাখা হবে। তবে সেটা হল না। ১৪ কোটিতে অধিনায়ক কেন উইলিয়ামসনকে রাখার পাশাপাশি কাশ্মীরের দুই তরুণের ওপর আস্থা হায়দরাবাদের। ৪ কোটিতে দলে থাকল আব্দুল সামাদ ও উমরান মালিক।

চেন্নাই সুপার কিংস আবার মহেন্দ্র সিং ধোনিতেই আস্থা রাখল। ১৬ কোটিতে প্রথম পছন্দ রবীন্দ্র জাডেজা। ১২ কোটিতে ধোনি। ৮ কোটিতে মঈন আলি, আর ৬ কোটিতে ঋতুরাজ গায়কোয়াড়।

দিল্লি ক্যাপিটালস আবার ১৬ কোটিতে পন্থ, ৯ কোটিতে অক্ষর, ৭.৫০ কোটিতে পৃথ্বী এবং ৬.৫০ কোটিতে প্রোটিয়া পেসার নর্খে কে রেখে দিল।

১৪ কোটি টাকায় রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে দলে রেখে দিল। ১০ কোটিতে ইংল্যান্ড ক্রিকেটার জস বাটলার এবং ৪ কোটিতে জয়পুরের দলে তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়ালকে রাখলো।

ব্যাঙ্গালোর ১৫ কোটিতে ধরে রাখল বিরাট কোহলিকে, গ্লেণ ম্যাক্সওয়েলকে ১১ কোটিতে এবং মহম্মদ সিরাজকে ৭ কোটিতে রেখে দিল।