মহানগর

নির্বাচনের দাবিতে উত্তাল যাদবপুর, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

এনএফবি, কলকাতাঃ

কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ ইউনিয়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনের সামনে ধরনায় বসেন কয়েকশো ছাত্র ছাত্রী। পড়ুয়াদের অভিযোগ তিন বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা না করলে তারা আরও বড় আন্দোলনের হুমকি দেন।

এ দিন প্রতিবাদ অবস্থান থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্যের কাছে ডেপুটেশন জমা দিতে যান।