রাজ্য

জেলের রুটি খাওয়ার অযোগ্য, অ্যাসিডিটির সমস্যায় জর্জরিত পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

এনএফবি, কলকাতাঃ

আলিপুরে মহিলাদের জন্য বিশেষ জেলে রয়েছেন প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায় । যদিও তার এই বন্দি জীবন নিয়ে অর্পিতা বার বার এটাই বলেছেন, ‘‘বীভৎসভাবে ফেঁসে গেলাম। আমাকে শেষ করে ফাঁসিয়ে দিল।’’

জানা গেছে, সেলের মধ্যে মাঝেমধ্যেই কান্নাকাটি করছেন অর্পিতা মুখোপাধ্যায়। ইডি বারবার তাঁর নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করায়, সেলের বাইরে সবসময় দু’জন নিরাপত্তারক্ষী থাকছেন। নজর রাখা হচ্ছে CCTV ক্যামেরার মাধ্যমেও। 

তবে জেলের মধ্যে অর্পিতা মুখোপাধ্যায় অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে তার সঙ্গে দেখা করতে আসা আইনজীবীদের থেকে জানা গেছে ৷ রবিবার তাঁর হালকা জ্বর ছিল ৷ তবে সোমবার তিনি সুস্থ ছিলেন ৷ স্বাভাবিক খাওয়া দাওয়া করলেও জেলে তাকে দেওয়া রুটি খাবার অযোগ্য ৷ আর তা খেয়ে তিনি অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন ৷ তাছাড়া অন্যান্য বন্দিদের বাড়িতে একবার ফোন করার অনুমতি থাকলেও তিনি সেই সুবিধা থেকে বঞ্চিত ৷ তাই বার বার তাঁর মা এর বর্তমান অবস্থা নিয়েও তিনি বেশী মাত্রায় চিন্তিত হয়ে পড়েছেন বলেও আইনজীবীদের জানিয়েছেন তিনি ৷