বৃদ্ধাশ্রমে পঞ্চম দোল উদযাপন সংবাদিকদের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বৃদ্ধাশ্রম বলতেই মনে পড়ে যায় নচিকেতা ঘোষের বৃদ্ধাশ্রম গানের লাইনগুলো। আর মনে পড়ে যায় সেখানে থাকা মানুষের অসহায় মুখগুলোর কথা। যারা নিজেদের পরিবার থেকে বঞ্চিত। যে বৃদ্ধাশ্রম আজও রাজ্য সরকারের থেকে কোনো আর্থিক সহযোগিতা পায়নি। তাদের সাথেই পঞ্চম দোলের আনন্দে মেতে উঠল সাংবাদিকরা।

রবিবার কোলাঘাটের রায়চক বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথেই পঞ্চম দোল পালন করেছেন সাংবাদিকরা। দীর্ঘ ২৫ বছর ধরে চলছে এই আশ্রম। যেসব বয়স্করা পরিবার, সন্তানের থেকে বিতাড়িত তাদের আশ্রয় এই ছাদের নিচে। তাদের করুণ চোখ তাকিয়ে থাকে তাদের পরিজনদের আশা নিয়ে। তারা এসে তাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু বৃদ্ধ-বৃদ্ধাদের সে স্বপ্ন অধরাই রয়ে যায়।

এদিন আবির দিয়ে দোল উৎসব পালন করা হয়। পাশাপাশি তাদের হাতে গোলাপ ও একটি করে চাদর তুলে দেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ মহম্মদ। এছাড়াও দুপুরে নানা ধরনের খাওয়ারের ব্যবস্থা ও করা হয়। আজকের দিনে সাংবাদিকদের কাছে পেয়ে আপ্লুত আশ্রমের আবাসিকরা।

জানা গেছে, কেন্দ্র সরকারের থেকে যে অর্থ সাহায্য আসে তাতে আবাসিকদের কুলায় না। ফলে রাজ্য সরকারের সহায়তায় অপেক্ষায় রয়েছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ।