জেলাফিচার

চিকিৎসক নিগ্রহের ঘটনায় ধরনায় জুনিয়ররা, আক্রান্ত গণমাধ্যম

এনএফবি,মুর্শিদাবাদঃ

এক চিকিৎসককে হেনস্তার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার রাত্রে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ধরনায় বসেন।

জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, রোগীর পরিবারের লোকজন এক জুনিয়র চিকিৎসককে মারধর করেছে। তারই প্রতিবাদে রবিবার রাত্রে হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা ধরনায় বসেন। পাশাপাশি সেই কর্ম বিরতির ছবি তুলতে গেলে হাসপাতালের সিকিউরিটি গার্ডরা সাংবাদিকদের উপর চড়াও হয়। এই ঘটনায় সাংবাদিককে তারা হেনস্থা করে ও মারধর করে বলে অভিযোগ।

স্বাতী কর সরকার, অভিযোগকারী জুনিয়র ডাক্তার

এদিন জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন রোগীর পরিবারের লোকজন চিকিৎসকদের হেনস্তা করলেও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেননি। সেই কারণেই তারা এই কর্ম বিরতির ডাক দিয়েছে। ভোররাত পর্যন্ত কর্মবিরতি চলেছে বলে জানা গিয়েছে। পরে এমএসভিপিএর আশ্বাসে জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি তোলেন।

ডাঃ অমিয় কুমার বেরা, এমএসভিপি