বিনোদন

২৪শে ডিসেম্বর জীবনের বড় টেস্ট কপিলের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সেই একই রকম উন্মাদনা! বছর ২৭ এর কপিল দেব নিখাঞ্জ যখন ভারতের হয়ে প্রথমবার বিশ্বকাপ জিতে দেশে ফেরার মুখে যেমন আনন্দে পাগল হয়ে গিয়েছিলেন, এবার ৬২ বছরে এসেও একই রকম পাগলামি দেখা গেল হরিয়ানা হ্যারিকেনের। এদিন কলকাতায় নিজের বায়োপিক ৮৩ প্রচারে এসে বারবার ছবির পোস্টার ও ট্রেলরে চোখ বুলিয়ে নিচ্ছেন। আবেগের সুরে বললেন,”জীবনে অনেক বড় টেস্ট ম্যাচ খেলেছি। এই সময়ে এসে ২৪ ডিসেম্বর যেদিন ৮৩ মুক্তি পাবে সেটাও আমার জীবনের একটা বড়ো টেস্ট। আমি মুখিয়ে আছি ছবি টা মুক্তির জন্য। এটা যেহেতু আমার ছবি নয় গোটা ৮৩ দলের ছবি। তাই আমি সেই দলের সবাই কে নিয়ে ছবি টা দেখতে চাই। আশা করি সবাই একসঙ্গে হতে পারব। জসপাল কে মিস করব (প্রয়াত ৮৩ বিশ্বকাপ দলের অল রাউন্ডার) ও থাকলে খুব খুশি হত।” এরপরে কপিল বলেন, “আমি তো রণবীরের (রণবীর সিং কপিলের ভূমিকায়) অভিনয় দেখে নিজের অতীতে ফিরে যাচ্ছি দারুণ কাজ করেছে ও।”‘ চলতি সময়ে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় বিতর্ক বিরাট কোহলির একদিনের ক্রিকেটে ক্যাপ্টেন্সি যাওয়া নিয়ে কোন মন্তব্য করলেন না কপিল। কিছুটা ডিফেন্স করে বললেন,”ভারতের হয়ে ক্যাপ্টেন্সি করা বড় দায়িত্ব। আর আমি আশা করি রোহিত সফল হবে। আর বি সি সি আই খুব ভালো কাজ করছেও।”