এনএফবি, ওয়েব ডেস্কঃ
অবশেষে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন যোগী সরকারের পুলিশের হাতে ধৃত কেরলের সাংবাদিক কাপ্পান সিদ্দিকি। অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য সোমবার কাপ্পানের ৫ দিনের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে সেই সঙ্গে কিছু শর্তও আরোপ করা হয়েছে তাঁর উপর। গত বছর ৫ অক্টোবর উত্তরপ্রদেশের হাথরসের ঘটনায় দলিত পরিবারের খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মথুরার পুলিশের হাতে গ্রেফতার হন মালয়ালম পত্রিকার ওই সাংবাদিক।
কেরলের মল্লপুরমের বাসিন্দা কাপ্পান। দীর্ঘ দিন ধরেই অসুস্থ তাঁর মা। তাঁর সঙ্গে কাপ্পান যাতে দেখা করতে পারেন সেই জন্যই জামিন দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এসএ বোবডের নেতৃত্বাধীন বেঞ্চ। তবে কিছু শর্তও দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাপ্পান সংবাদমাধ্যমে কিছু বলতে পারবেন না। নেটমাধ্যমেও মন্তব্য করতে পারবেন না। মায়ের স্বাস্থ্যের প্রশ্নে আত্মীয় পরিজন এবং চিকিৎসক ছাড়া তিনি আরও কারও সঙ্গে কথা বলতে পারবেন না। উত্তরপ্রদেশ পুলিশকে তাঁর কেরল সফর এবং ফিরে আসা নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বলা হয়েছে, অন্তর্বর্তী জামিনের পঞ্চম দিন শেষ হলে উত্তরপ্রদেশ পুলিশের হাতে নিজেকে সমর্পণ করার জন্য কাপ্পানকে নির্দেশ দিয়েছে আদালত।