ক্রীড়া

অফিসে একটা খারাপ দিন, ম্যাচের খলনায়ক হয়ে যাওয়া জসের পাশে কেকেআর

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

কেউ নায়ক কেউ খলনায়ক। রবিবারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ ওভারে পাঁচ বলে ৫ টা ওভার বাউন্ডারি মেরে নায়ক যদি হন কেকেআরের রিঙ্কু সিং। আর এমন ওভারে খলনায়ক অবশ্যই জস দয়াল। বাঁ হাতি এই পেসার কেমন করে এই খারাপ ওভার করতে পারেন তার বিশ্লেষণ করতে বসে পড়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও এই তরুণ পেসারের পাশে দাঁড়ালো বিপক্ষ দল কলকাতা নাইট রাইডার্স।কলকাতা দলের পক্ষ থেকে জসের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘মাথা উঁচু করে এগিয়ে চলো বন্ধু। এটা অফিসের একটা খারাপ দিনের মতোই ছিল। বিশ্বের তাবড় তাবড় সেরা ক্রিকেটারদের সঙ্গেই এমন ঘটনা ঘটতে পারে। তুমি আদতেই একজন চ্যাম্পিয়ন। আশা করছি, তুমি আরও শক্তিশালী হয়ে প্রত্যাবর্তন করতে পারবে।’

এই পোস্টে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে গুজরাট টাইটান্সকে ট্যাগ করা হয়েছিল। এরপর গুজরাট পালটা জবাব দেয় – ‘সম্মান সবসমই পারষ্পরিক হয়ে থাকে। খুব ভালো খেলেছ কেকেআর।’

রবিবাসরীয় দুপুরে গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছিল নীতিশ রানা’র দল। ২০৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে হার হজম করতে হত কেকেআর’কে। কিন্তু গুজরাটের মুখের সামনে থেকে জয় ছিনিয়ে নিলেন রিঙ্কু সিং। শেষ ওভারে জস দয়ালকে পাঁচটি ছক্কা মেরে কেকেআরের জয় নিশ্চিত করলেন তরুণ বাঁ হাতি ব্যাটার।