বেআইনি নির্মাণের অভিযোগে নোটিশ সাঁটাল কেএমসি, সাঁড়াশি চাপে জেলবন্দি সন্দীপ

এনএফবি, কলকাতাঃ গোদের উপর বিষ ফোড়া। ক্রমশ চাপ বাড়ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এবার বেআইনি নির্মাণের অভিযোগে সন্দীপের বাড়িতে নোটিশ পড়ল কলকাতা পুরসভার। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে পুরসভা। কেএমসি সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরুতেই সন্দীপের বেলেঘাটার বাড়িতে পর্যবেক্ষণে যাবেন পুরসভার আধিকারিকরা। স্পষ্ট করে সেকথা উল্লেখ্য করা হয়েছে পুরসভার নোটিশে।

সূত্রের খবর, বেলেঘাটার সিআইটি মোড়ের কাছে বিশাল চার তলা অট্টালিকা রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের। বালাজি নিবাস নামে সেই অট্টালিকারই একাংশ অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। গত ১০ সেপ্টেম্বর কলকাতা পুরসভার এক লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় এক বাসিন্দা। অভিযোগে পরই সক্রিয় হয় পুর কর্তারা। শুক্রবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ির পাঁচিলে নোটিশ সাঁটিয়ে দেয় কেএমসি।

পুর আইনের ৫৪৪ নম্বর ধারায় নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী সংগীতা ঘোষের। পুরসভার নোটিশে বলা হয়েছে, আগামী সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে সেখানে পরিদর্শনে যাবেন পুরসভার আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *