অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
পরপর হারে বিধ্বস্ত কলকাতা নাইট রাইডার্স। তবে কলকাতায় প্লে অফের ম্যাচ পড়ায় উজ্জীবিত কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। এক সাক্ষাৎকারে আইয়ার জানালেন,”চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে আমরা শুরুটা দারুণ করেছিলাম। কিন্তু তারপর থেকে আমাদের জন্য সব ঠিক যায়নি। কিন্তু আমার এই দলের ওপর বিশ্বাস আছে। আমরা মাঠে নেমে সব ক’টি বক্সে টিক করছি এবং ম্যাচ জিতছি। কিন্তু আমরা সেরাটা বার করে আনতে পারছি না। আমি বলব, এটা শুধু মাত্র সময়ের ব্যাপার। একবার এগিয়ে যেতে শুরু করলে আমরা অপ্রতিরোধ্য হয়ে উঠব দল হিসাবে। শুরু থেকেই দলের পরিবেশ অসাধারণ। খেলার ফলাফল খেলার অঙ্গ। আমরা দারুণ ভাবে নিজেদের প্রস্তুত করেছি, পরিশ্রম করছি ম্যাচ জেতার জন্য। এটা দুর্ভাগ্যজনক যে পারছি না।”
গতবছর কেকেআর প্রথম সাত ম্যাচে মাত্র দুই ম্যাচ জিতেছিল। এরপর শেষের সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচ জিতে অইন মর্গ্যানের টিম ফাইনাল খেলেছিল। সেই পারফরম্যান্সই মাঠে ফেরাতে চাইবে কেকেআর। শ্রেয়স জানেন যে, ইডেনে প্লেঅফের জোড়া ম্যাচ রয়েছে। কলকাতার ফ্যানদের জন্য তিনি কোয়ালিফায়ার খেলতে মরিয়া। শ্রেয়স বলেন, “আমরা জানি যে,ইডেন গার্ডেন্সে কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে। আমরা ১০০ শতাংশ দেব কোয়ালিফায়ারে যাওয়ার জন্য। কলকাতার ফ্যানদের সামনে খেলে তাঁদের আনন্দ দিতে চাই।”