এনএফবি, কলকাতাঃ
আনন্দের শহরে দৌড়কে ঘিরে উৎসবের আয়োজন। রেড রোড জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ১৭ ডিসেম্বর অষ্টম টাটাস্টিল কলকাতা২৫কে ম্যারাথন অনুষ্ঠিত হতে চলছে। সীমানার গন্ডি পেরিয়ে দেশ বিদেশের দৌড়বিদদের অংশগ্রহণে এক আন্তর্জাতিক ক্রীড়া কর্মসূচি অনুষ্ঠিত হতে এ দিন। এবারের কলকাতা ম্যারাথনে অংশগ্রহণ করছেন ১৭ হাজার ৫৫৭ জন- বুধবার সাংবাদিক সম্মলনে এই তথ্য জানালেন আয়োজকরা।
এ দিনের সাংবাদিক সম্মলনে উপস্থিত ছিলেন দৌড় ডিরেক্টর হিউ জোন্স, ফর্টিস হাসপাতালের এমারজেন্সি বিভাগের প্রধান তথা কলকাতা ম্যারাথনের মেডিক্যালের ডিরেক্টর ডাঃ সংযুক্তা দত্ত, ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল সাব এরিয়ার ডেপুটি জিওসি ব্রিগেডিয়ার জেনারেল আর কে সিং, ডেপুটি কমিশনার অফ পুলিশ, ট্রাফিক( সাউথ) আইপিএস শ্রী ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও, বিধায়ক দেবাশীষ কুমার, প্রোকাম ইন্টারন্যাশানালের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর বিবেক সিং এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সম্পাদক কমল কুমার মৈত্র। এ দিনের সাংবাদিক সম্মেলন থেকে কলকাতা ম্যারাথনের রুট ম্যাপ প্রকাশ করা হয়।