বিড়ি কোম্পানির অফিসে ফের আয়কর দফতরের হানা
এনএফবি, মুর্শিদাবাদঃ
আবারও সুতির অরঙ্গাবাদের জগতাই মোড় সংলগ্ন এলাকায় বিড়ি কোম্পানির অফিসে আয়কর দফতরের হানা। শনিবার সকালে এই অভিযান চলে।
এর আগে বিধায়ক জাকির হোসেনের একাধিক প্রতিষ্ঠানে হানা দেয়, তার পর হানা দেয় পতাকা বিড়ি কোম্পানির অফিস কারখানায়। এরপর আবারও প্রতিষ্ঠিত বিড়ি কোম্পানির অফিসে আয়কর দফতরের বেশ কয়েকটি গাড়ি নিয়ে কোম্পানির অফিসে তারা প্রবেশ করে। ভেতরে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নথিপত্র, করা হচ্ছে জিঞ্জাসাবাদ।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।