এনএফবি, কলকাতাঃ
নিয়োগ দূর্নীতি কান্ডের তদন্তে কলকাতায় সিবিআই হানা।
জানা গেছে, গতকাল রাত থেকে সার্ভে পার্কে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সিবিআই। তদন্তে জানা গিয়েছে, একজনের নামে একটি ফ্ল্যাট কেনা হয়েছিল এবং শান্তিপ্রসাদের ফ্ল্যাট থেকে ১ হাজার ৫০০ চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।
শান্তিপ্রসাদ এবং তাঁর স্ত্রীর একটি বেনামি সম্পত্তি রয়েছে বলে তদন্তে নেমে জানতে পারে গোয়েন্দারা। তার পরই মঙ্গলবার গভীর রাতে ওই ফ্ল্যাটে হানা দেন সিবিআই আধিকারিকরা। সিবিআই ওই ফ্ল্যাটে ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা হয়েছিল। লুকিয়ে রাখা হয়েছিল দেড় কেজি সোনাও। দেড় হাজার চাকরিপ্রার্থীর তালিকাও উদ্ধার হয়েছে।
এ ছাড়াও, একাধিক জায়গায় জমি এবং সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআইএর। এবং কাগজে-কলমে থাকা সম্পত্তির বাইরেও আরও সম্পত্তি রয়েছে তারই হদিস চালাচ্ছে সিবিআই।