ক্রীড়া

মত বদল মনোজের, ফিরছেন ক্রিকেটে

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

এক সপ্তাহ হয়নি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মনোজ তিওয়ারি। এরই মধ্যে অবসর ভাঙার সিদ্ধান্ত নিতে চলেছেন বাংলার সেরা ক্রিকেটার। গত বৃহস্পতিবার ক্রিকেটকে বিদায় জানান মনোজ। কিন্তু এখন শোনা যাচ্ছে, কিছুটা অভিমান করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

মঙ্গলবার সিদ্ধান্ত বদলাতে চলেছেন মনোজ তিওয়ারি। এই দিন বিকেলে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক সম্মেলন করলেন তিনি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন বাংলার অন্যতম সেরা ব্যাটার। সূত্রের খবর, অবসর ঘোষণার পরই মনোজকে বোঝানোর চেষ্টা চালাচ্ছিলেন সিএবি কর্তারা। তাঁর মতো সিনিয়রকে টিমের জন্য প্রয়োজন। এই মুহূর্তে মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদার— দুই সিনিয়র ক্রিকেটার ছাড়া বঙ্গ ক্রিকেটে ভরসা দেওয়ার মতো তেমন কোনও ব্যাটার নেই। গত মরসুমে রঞ্জি ট্রফি’তে ব্যাট হাতে ভরসা দিয়েছিলেন এই দুই ক্রিকেটার। এই মুহূর্তে মনোজের শূন্যস্থান পূরণ করা বেশ কঠিন। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাও দায়িত্বের সঙ্গে পালন করছেন তিনি। তাই রঞ্জি ট্রফির কথা ভেবেই তাঁকে বোঝানোর চেষ্টায় নামেন সিএবি কর্তারা। সব দিক ভেবেই মত বদল করার সিদ্ধান্ত নিতে চলেছেন মনোজ তিওয়ারি।