এনএফবি, ওয়েব ডেস্কঃ
রবিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৭.২ ৷ ভূমিকম্পের মাত্রা বেশি থাকায় সেখানকার বেশ কয়েকটি ব্রিজ ভেঙে পড়েছে ৷ তাইওয়ানের এক শহরে ভূমিকম্পের সময় সিসিটিভিতে ওঠা এক ভিডিও প্রকাশ্যে এসেছে ৷ আর তাতেই দেখা গেছে, ট্রেন, বাস , সাইকেল সব এদিক ওদিক আছড়ে পড়ছে ৷ বেশ কয়েকটি বাড়িও ধসে পড়ে যায়। আতঙ্কে বহু মানুষ দিশেহারা ৷ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইতুং কাউন্টি।
গতকাল রাতেও পূর্ব উপকূলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। তাইওয়ানে আজকের শক্তিশালী ভূমিকম্পের পর জাপান সুনামি সতর্কতা জারি করেছে।
#Earthquake (#地震) confirmed by seismic data.⚠Preliminary info: M5.4 || 42 km N of Taitung City (Chinese Taipei) || 9 min ago (local time 14:57:35). Follow the thread for the updates👇 pic.twitter.com/9EXOyeGCY6
— EMSC (@LastQuake) September 18, 2022