স্থানীয়

ঘাট পারাপারের ন্যায্য ভাড়া না দিয়ে মস্তানি, অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

এনএফবি, কোচবিহারঃ

গত পাঁচ তারিখ ফাঁসিরঘাট পারাপারের জন্য এক সিভিক ভলেন্টিয়ারের কাছে ভাড়া চাওয়াতে সেই সিভিক ভলেন্টিয়ার ঘাট কর্মীকে হুমকি দেয় এবং ফাঁসিরঘাটের পারাপারের জন্য স্টাফের কাছে ক্যাশ বাক্স থাকে সেখান থেকে ২০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ফাঁসিরঘাট সেতুর কর্মীদের। এই ঘটনার জেরে আজ ফাঁসিরঘাট সেতু অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার কর্মীরা। তাদের দাবি, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে অবিলম্বে শাস্তি দিতে হবে। এসব দুর্নীতি কাজ করবার জন্য যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা এই ফাঁসির ঘাট সেতু বন্ধ থাকবে বলে জানান ফাঁসিরঘাট সেতুর কর্মীরা।

এবিষয়ে ফাঁসির ঘাটের কর্মী মঞ্জোদার রহমান জানান, গত ৫ তারিখ এক সিভিক ভলেন্টিয়ার ( নাম দীপক রায়) তার ফ্যামিলিকে নিয়ে ফাঁসির ঘাট দিয়ে পারাপার হচ্ছিল তখন তার কাছে ন্যায্য মূল্য চাওয়াতে তিনি আমাদের কর্মীদের সাথে দুর্ব্যবহার করে এবং হুমকি দেয় তারপর আমাদের ফাঁসির ঘাটের ক্যাশ থেকে ধস্তাধস্তি করে ২০০ টাকা নিয়ে চলে যায় এরকম বেশ কয়েকবার তিনি এরকম ব্যবহার করেছে আমাদের কর্মীদের সাথে আজ বাধ্য হয়ে আমরা এই ফাঁসিরঘাট পারাপার বন্ধ রেখেছি। যতক্ষণ না পর্যন্ত ওই সিভিক ভলেন্টিয়ার দীপক রায়কে কোনরকম শাস্তি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এমতাবস্থায় এই ফাঁসির ঘাট দিয়ে চলাচল বন্ধ রয়েছে। এই ফাঁসির ঘাট বন্ধ দেখাতে প্রায় ও ১৫ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষ চাইছে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান হোক।