স্থানীয়

করোনার সময় অতীত, তবুও বায়নার অপেক্ষায় ঢাকিরা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

করোনার গ্রাসে বিগত দুবছর ধরে থমকে গেছে ঢাকি পাড়ার জন জীবন। তবে এই বছর এখনও বায়না না হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তমলুকের বাবুনয়ারা গ্রামের ঢাকিরা ।

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বাবুনয়ারা গ্রামে প্রায় শতাধিক ব্যক্তি ঢাক বাজানোর সাথে যুক্ত। প্রতিবছর কলকাতা দিল্লী মুম্বাই ও বিভিন্ন রাজ্যে পুজোর সময় ঢাক বাজাতে যায় তারা । সারা বছরের রুজি রোজগার হয় দুর্গাপুজোর সময় বড় অঙ্কের বায়না পেয়ে। এতে ফুটে উঠে ঢাকি পরিবারে মুখের হাসি। কিন্তু পরপর দুই বছর করোনা যাওয়ার পর আগের মতন আর বায়না আসে না। এই বছর করোনা না থাকায় মুখে হাসি ফুটেছিল কিন্তু এখনো পর্যন্ত বায়না পাননি এবং পুরনো জায়গা থেকে ডাক না পেয়ে নতুন মন্ডলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে শহীদ মাতঙ্গিনী বাবুনায়ারা গ্রামের ঢাকিরা।