এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
১৯৪২ সালের ২৯ সেপ্টেম্বর ব্রিটিশদের গুলিতে শহীদ হয়েছিলেন প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী শহীদ মাতঙ্গিনী হাজরা। ভারত ছাড়ো আন্দোলনে তমলুক আদালত ও তমলুক থানা দখলে সেদিনের মিছিলের প্রধান নেতৃত্বে ছিলেন শহীদ মাতঙ্গিনী হাজরা।
শহীদ দিবস হিসেবে এই দিনটিকে উদযাপন করতে আজ সকাল থেকে তমলুকের কাঁকটিয়া আলী নন এবং হোগলা গ্রাম সাজো সাজো রব। দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকেই পদযাত্রার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই শহীদ মাতঙ্গিনী হাজরার নামে একটি অরাজনৈতিক সংস্থার পক্ষ থেকে পদযাত্রা শুরু হয়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি দিবাকর জানা। তার পরেই জেলা তৃণমূলের পক্ষ থেকে কাকটিয়া বাজার থেকে শহীদ মাতঙ্গিনী হাজারার জন্মস্থান পর্যন্ত পদযাত্রা করবেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। পরে এগারোটায় বিজেপির পক্ষ থেকে বাইক মিছিলে অংশগ্রহণ করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাইক নিয়ে প্রায় ৩ হাজার সমর্থক সহযোগে তিনিও কাকটিয়া থেকে হোগলা এবং আলীনান মাতঙ্গিনী হাজরা জন্মস্থানের উদ্দেশ্যে রওনা দেবেন ৷ প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে তমলুকে শহীদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস বিশেষ ভাবে উদযাপিত হচ্ছে ৷