এনএফবি,বালুরঘাটঃ
বালুরঘাট রেল স্টেশন থেকে যাত্রীবাহি ট্রেন ও পণ্যবাহী ট্রেন পরিষেবা বাড়ানো ও উন্নত করবার পাশাপাশি স্টেশনে যাত্রী পরিষেবার স্বচ্ছন্দের থেমে থাকা কাজ ২০২৩ এর মার্চের মধ্যে শেষ করা হবে বলে জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনুসল গুপ্তা। উত্তর -পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনুসল গুপ্তার সাথে দীর্ঘ আলোচনার পর সাংসদ সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, আগামী দেড়বছরের মধ্যে বালুরঘাট ষ্টেশন থেকে দূরপাল্লার ট্রেন চলাচল করবে সাথে জেলার গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর স্টেশনের অসমাপ্ত কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন জি আরএম।
এছাড়া হিলি- বালুরঘাট রেল সম্প্রসারণের কাজে জমি অধিগ্রহণের কাজ অতি শীঘ্রই সম্পন্ন করে দেড় বছরের মধ্যে হিলি- বালুরঘাট এর মধ্যে রেল চলাচলের সূচনা করা হবে।