পুরীর হোটেলে রহস্য মৃত্যু কলকাতা পুলিশ আধিকারিকের

আলোক রয়

এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ

কলকাতা পুলিশের এক আধিকারিকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরীতে।

সংবাদ সূত্রে জানা যায়, সোমবার রাতে হোটেলের ঘর থেকে অচৈতন্য অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। উদ্ধারের পর স্থানীয় এক চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রয়াত অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের নাম অলোক রায়। তিনি ১৯৮৬ সালের ব্যাচের অফিসার।কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। ট্রাফিক ট্রেনিং স্কুলেও ছিলেন। দীর্ঘদিন বিদ্যাসাগর সেতুর ওসি পদের দায়িত্ব সামলেছেন।

দিন কয়েক আগে সপরিবারে পুরী বেড়াতে যান অলোকবাবু। সঙ্গে ছিলেন স্ত্রী মেয়ে জামাই। পুরীর মেরিন ড্রাইভের এক বেসরকারি হোটেলে উঠেছিলেন তাঁরা। প্রয়াত অলোক বাবুর উচ্চরক্তচাপ এবং সুগারের সমস্যা ছিল জানা গেছে।

কী কারণে তাঁর এই মৃত্যু তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুরীর জেলা পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

কীভাবে এসিপি অলোক রায়ের মৃত্যু হল তা খতিয়ে দেখতে কলকাতা পুলিশের একটি বিশেষ দল পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছে। তাঁর এই অকাল প্রয়াণে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।